Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
আপনি জানেন কি? সকল সেবার ফরম এখন এক ঠিকানায় ওয়েবসাইটের ঠিকানাঃ http://www.forms.gov.bd/
Details

আপনি জানেন কি? সকল সেবার ফরম এখন এক ঠিকানায় ওয়েবসাইটের ঠিকানাঃ http://www.forms.gov.bd/ এই ওয়েবসাইটে বর্তমানে মোট ১৫১৮টি ফরম আছে।জেলা প্রশাসকের কার্যালয়ের ১১টি ফরম নিম্নরূপঃ১। স্ট‍্যাম্প ভেন্ডর লাইসেন্স প্রাপ্তির আবেদন ২। স্ট‍্যাম্প ভেন্ডর লাইসেন্স নবায়নের আবেদন ৩।ইট ভাটার লাইসেন্স নবায়নের আবেদন ৪। ১৯৮১ সনের অত্যাবশ্যক পন্য নিয়ন্ত্রণ আদেশের বিধানের আওতায় তফসিলভূক্ত পন্যের ব্যবসা করার লাইসেন্স প্রাপ্তির আবেদন ৫। আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রাপ্তির আবেদন ৬। ১৯৮১ সনের অত্যাবশ্যক পন্য নিয়ন্ত্রণ আদেশের বিধানের আওতায় তফসিলভূক্ত পন্যের ব্যবসার লাইসেন্স নবায়নের আবেদন ৭।আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন করণের আবেদন পত্র ৮। পেট্রোলিয়াম জাতীয় ব্যবসা পরিচালনার অনাপত্তিমূলক পত্র (এনওসি) প্রাপ্তির আবেদন ৯।বৈবাহিক/অবৈবাহিক সনদ প্রাপ্তির জন্য আবেদন ১০।মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত আর্থিক অনুদানের চেক উত্তোলনের আবেদন ১১।তথ্য প্রাপ্তির আবেদনপত্রউপরোক্ত আবেদন ফরমগুলোতে ঘরে বসে অনলাইনে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে জেলা প্রশাসকের কার্যালয়ে আসার কোন প্রয়োজন হবে না।জেলা প্রশাসকের কার্যালয়ের ফরম পূরণের ধাপগুলো নিম্নের ফাইলে বিস্তারিত দেওয়া আছে।

Images
Attachments