Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
অদ্য ইং- ২০/০১/২০১৯ তারিখ রোজ রবিবার ৫নং সোলাদানা ইউনিয়ন পরিষদ, গ্রাম আদালতের শুনানীকার্য্য অনুষ্ঠিত হয়।
বিস্তারিত

গ্রাম আদালতের শুনানীকার্য্য অনুষ্ঠিত
স্থানঃ ৫নং সোলাদানা ইউনিয়ন পরিষদ
পাইকগাছা, খুলনা।
*********************
অদ্য ইং- ২০/০১/২০১৯ তারিখ রোজ রবিবার ৫নং সোলাদানা ইউনিয়ন পরিষদ, গ্রাম আদালতের শুনানীকার্য্য অনুষ্ঠিত হয়। শুনানীকার্যে গ্রাম আদালতে দায়ের কৃত ৩(তিন)টি মামলার মধ্য ভিলেজ পাইকগাছা গ্রামের আবেদনকারী কৃষ্ণপদ বাছাড় ও প্রতিবাদী ১। সন্তোষ কুমার সরদার ২। আব্দুল মজিদ সানা এবং আবেদনকারী জাহাঙ্গীর কবির ও প্রতিবাদী আমিন উদ্দীন সরদার এর মধ্য সৃষ্ট ২(দুই) টি মামলা নিষ্পত্তি হয়। দীর্ঘ দিন যাবৎ চলমান মামলা দুইটি আপোষে নিষ্পত্তি করেন ৫নং সোলাদানা ইউনিয়ন পরিষদের সুযোগ্য ও বার বার নির্বাচিত চেয়ারম্যান জনাব, এস,এম, এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন গ্রাম আদালত সহকারী মোঃ একরামুল হক, ইউপি সদস্য, মোঃ আবু সাইদ মোল্যা, মোঃ আব্দুস সবুর, আনিছুর রহমান, সমাজ সেবক আলহ্বাজ আব্দুল মজিদ সানা, আবুল বাশার, মোঃ নুরুল ইসলাম, আমিনুর রহমান, হায়দার মল্লিক, সহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবগ।
এ সময় উপস্থিত সকলে চেয়ারম্যান সাহেবের দীর্ঘায়ু কামনা করেন।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
22/01/2019