সোলাদানা ইউনিয়নটি উপজেলা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত। উপজেলা শহর থেকে মটর সাইকেল, নসিমন টেম্পু যোগে সোলাদানা ইউনিয়নে আসা যায়। উপজেলা থেকে ইউনিয়নে আসার রাস্তা সম্পূর্ন পিচ। এছাড়া জেলা শহর খুলনা থেকে বাস , টলার, মটর সাইকেল থেকে দারুণ মল্লিক হয়ে নদী পথে ইঞ্জিন চালিতা নৌকা দ্বারা সোলাদানাতে আসা যায়।